
ইমামে রাব্বানী দরবার শরীফ: ইতিহাস ও ঐতিহ্যের ধারক
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ধেররা গ্রামে অবস্থিত ইমামে রাব্বানী দরবার শরীফ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি ইসলামি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এটি আধ্যাত্মিক সাধনা, সামাজিক সম্প্রীতি ও ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে।
এই দরবার শরীফ প্রতিষ্ঠা করেন প্রখ্যাত আলেম ও সুফি সাধক আল্লামা আবু নছর সৈয়দ আবেদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রহঃ)। তিনি রাসূল (সা.)-এর ৪০তম বংশধর এবং মহান মোজাদ্দেদে আল-ফেসানি (রহঃ)-এর নবম বংশধর ছিলেন। স্বাধীন বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠায় এবং তরুণ প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষা প্রদানে তাঁর অবদান অপরিসীম।
দরবার শরীফের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলো বার্ষিক ওরস, যা দেশের নানা প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়। এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দরবারের উদ্যোগে বিশাল জশনে জুলুছ বের করা হয়। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে এই জুলুছ দরবার প্রাঙ্গণে ফিরে আসে। পরে আয়োজিত হয় কোরআন-হাদিসভিত্তিক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।
এছাড়া দরবার শরীফের আধ্যাত্মিক নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতার উত্তরসূরি পীর সাহেবগণ। তাঁদের দিকনির্দেশনায় স্থানীয় মানুষ ধর্মীয় শিক্ষা, সামাজিক বন্ধন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। স্থানীয় মুরিদ, আলেম-ওলামা এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ নিয়মিত এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন।
ইমামে রাব্বানী দরবার শরীফ শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং এটি হাজীগঞ্জ ও আশেপাশের এলাকায় শান্তি, সম্প্রীতি ও ইসলামী ঐতিহ্য রক্ষার একটি আলোকবর্তিকা। স্থানীয়দের মতে, এই দরবার আধ্যাত্মিক ও সামাজিক জীবনে পথপ্রদর্শকের ভূমিকা রেখে চলেছে।
