
আগামী ১০ জানুয়ারি ৬২তম পবিত্র ওরছে নববী (সা.) ও সুন্নী মহা সম্মেলন
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ইমামে রাব্বানী দরবার শরীফে আগামী ১০ জানুয়ারি ২০২৬ইং, ২৬শে পৌষ, শনিবার পবিত্র ৬২তম ওরছে নববী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে সারারাতব্যাপী চলবে।
এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মা.জি.আ.)। এছাড়াও বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ।
সম্মেলনে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ, সুন্নাহর গুরুত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, সমাজ সংস্কার ও নৈতিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করা হবে। পাশাপাশি বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও উম্মাহর ঐক্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশের সকল আশেকানে রাসূল, আলেম-ওলামা, তালেবে ইলম ও ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত মাহফিলে উপস্থিত থেকে দোয়া ও বয়ানে শরিক হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
